Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঢাকা-সিলেট সড়কে শুরু হয়েছে যান চলাচল

সিলেট- ঢাকা মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভেঙ্গে পড়া শাহবাজপুর সেতুর স্যান চলাচলের জন্য খুলে দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

সোমবার সকালে সেতু খুলে দেওয়ার পর থেকে এই সড়কে যান চলাচল শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শামী আল মামুন সোমবার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচলের জন্য জরুরী ভিত্তিতে বেইলি ব্রিজটি চালু করা হয় বলে জানিয়ে বলেন, জনদূর্ভোগের কথা বিবেচনা করা আপাতত বেইলি ব্রিজ চালু করা হয়েছে। আর নির্মানাধীন সেতুর কাজ শেষ করতে আরও ১০দিনের মতো সময় লাগবে। আশা করছি ৩ জুলাই সেটি চালু হবে।

উল্লেখ্য, গত ১৮ জুন সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় তিতাস নদীর ওপর সেতুর চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এর ফলে দুর্ঘটনার আশঙ্কায় ১৯ জুন থেকে ওই সেতু দিয়ে ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধের নির্দেশনা দেয় সওজ বিভাগ।

Exit mobile version