Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তনু হত্যার বিচারের দাবিতে সুনামগঞ্জে মোমবাতি প্রজ্জ্বলন

স্টাফ রিপোর্টার-কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে শহরের হাছননগরের হোসেন বখত চত্ত্বরে মোমবাতি প্রজ্জ্ব¡লন কর্মসূচি পালিত হয়েছে।
জুবিলীয়ান ১৬ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় এই কর্মসূচি পালিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মোমবাতি প্রজ্জ্বলনের উদ্বোধন করেন পৌর মেয়র আয়ুব বখত জগলুল। জুবিলীয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন শাফায়াত খান তুষার, ফেরদৌস হাসান সায়েম, তানভীর মাহবুব পলাশ, সৃজন অধিকারী, কামরুল হাসান, আকাশ রায়, মিনহাজুল রাব্বী, মাহমুদ রানা, আবুল হাসান নাহিদ, রাতুল হাসান প্রমুখ।উল্লেখ্য, গত সোমবার সকালে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর (২০) লাশ উদ্ধার করে পুলিশ। আগের দিন সন্ধ্যায় টিউশনি করতে যাবার পর বাসায় ফেরেননি তিনি। খোঁজাখুঁজির পর সেনানিবাস এলাকায় তার রক্তাক্ত-বিবস্ত্র মৃতদেহ পাওয়া যায়। এছাড়াও কুমিল্লায় উত্তাল মানুষের ক্ষোভ ও আন্দোলন অব্যাহত রয়েছে।

Exit mobile version