Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তরুণদের কার্যক্রমের উপর মাতৃভূমির সমৃদ্ধি নির্ভর করে -ব্যারিস্টার ইমন

স্টাফ রিপোর্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪১তম ব্যাচের আবর্তন ৪৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের চীফ হুইপ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
এসময় তিনি বলেন, সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণে যে দক্ষ মানবসম্পদ প্রয়োজন, নিজেদেন মেধা, দক্ষতা ও যোগ্যতা কাজে লাগিয়ে তোমাদেরই সেই প্রয়োজন পূরণ করতে হবে। কারণ তরুণ প্রজন্মের কার্যক্রমের উপরই মাতৃভূমির উন্নয়ন ও সমৃদ্ধি নির্ভর করে। তিনি বলেন, আজ একদিকে যেমন বিদায়ের বাণী ধ্বনিত হচ্ছে ঠিক অন্য দিকে নতুনের আগমনে আনন্দের বার্তা বয়ে আনছে। অর্জিত বিদ্যা কাজে লাগিয়ে বিদায়ী শির্ক্ষার্থীরা সেবার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান আলোচন হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
এছাড়াও বক্তব্য রাখেন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সিএম তোফায়েল সামি, প্রয়েসর মো, লুৎফুল হাই জামী, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুব কবির,
অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. খন্দকার মো. আশরাফুল মুনিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবীর, প্রতœতত্ত্ব¡ বিভাগের সহযোগী অধ্যাপক জয়ন্ত সিংহ রায়, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মঈনুল আলম নিজার, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আজিজুর রহমান।
নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃৃতিক অনুষ্ঠান।

Exit mobile version