Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে হবে-ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবলীগের আহ্বায়ক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেছেন, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে হবে। এই চেতনাকে জাগ্রত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। তাই তরুণদেরকে একাত্তরের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। তিনি সোমবার বিকেলে উপজেলার রানীগঞ্জ বাজারে কুশিয়ারা নদীরপাড়ে জেলা পরিষদের অর্থায়নে সাত লাখ টাকা ব্যায়ে নির্মিত যাত্রী ছাউনী উদ্বোধন পূর্বক রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত রানীগঞ্জ বাজারে আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপরোক্ত কথা বলেন। ইউনিয়ণ আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলীল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদীর আহমদ মুক্তা, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ফজলুল হক মেম্বার,আবু তাহের মজনু,উপজেলা যুবলীগ নেতা সালেহ আহমদ,ইউনিয়ণ যুবলীগ আহ্বায়ক নাজমুল হক,মোতাহির আলী, হুমায়ুন তালুকদার,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠু,হিবলু তালুকদার,সাদ্দাম হোসেন প্রমুখ। জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন রানীগঞ্জে শহীদের স্মরণেন প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল শ্রেণীকক্ষসহ বিদ্যালয় পরির্দশন করেন এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদসহ বিদ্যালয় পরিচালনা কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version