Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তামিমাকে জেরা করবে পিবিআই

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে জেরা করবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ডিভোর্স দেওয়ার পরও তামিমা তার পাসপোর্টে আগের স্বামী রাকিব হাসানের নাম ব্যবহার করায়, দেখা দিয়েছে নানা প্রশ্ন। এই পশ্নের উত্তর জানতেই তাকে জেরা করা হবে বলে জানা গেছে।

গত ২৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে তামিমা যে কাগজ দেখান তাতে দেখা যায়, তিনি ২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাকিব হাসানকে ‘স্ত্রী কর্তৃক তালাক নোটিশ’ দিয়েছেন।

কিন্তু পুলিশ বলছে, ২০১৮ সালের পাসপোর্ট আবেদনে স্বামী হিসেবে তামিমা রাকিবের নামই উল্লেখ করেন।

জানা গেছে, ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি উত্তরা অফিসে পাসপোর্ট নবায়নের আবেদন করেন তামিমা। তার আবেদন নম্বর ২৬০২০০০০০৬৬১২০০। আবেদনে তিনি ব্যক্তিগত তথ্যের স্থানে পিতা ও মাতার নামের পর স্বামী হিসেবে রাকিব হাসানের নাম লিখেছেন।

এমনকি পাসপোর্টের আবেদনে জরুরি যোগাযোগের জন্য তিনি রাকিবের নাম এবং মোবাইল নম্বরও যুক্ত করেন। ২০১৮ সালের ১১ মার্চ তাকে পাসপোর্ট দেওয়া হয়। যার মেয়াদ রয়েছে ২০২৩ সালের ৩ মার্চ পর্যন্ত।

পাসপোর্টে স্বামী হিসেবে রাকিবের নাম উল্লেখ প্রসঙ্গে জানতে চাইলে নাসির-তামিমার আইনজীবী ব্যারিস্টার আসিফ বিন আনোয়ার গণমাধ্যমকে বলেন, ‘তামিমার পাসপোর্টে তথ্যের যে গরমিলের কথা বলা হচ্ছে তা এখনো আমি দেখিনি।

এটা দেখার পর মন্তব্য করতে পারব। একই সঙ্গে আদালতকেও জানাতেও পারব। ’বাংলাদেশ প্রতিদিন

Exit mobile version