Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তারেক রহমানকে ‘কুখ্যাত’ অভিহিত করল মার্কিন দূতাবাস

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার জন্য ওয়াশিংটনকে সুপারিশ করেছিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বাংলাদেশে ব্যাপক মাত্রায় দুর্নীতি করায় যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে ২০০৮ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক গোপন বার্তায় এ সুপারিশ করা হয়।

আলোচিত ওয়েবসাইট উইকিলস এ বার্তাটি ফাঁস করেছে।

‘গোপন বার্তা’ চিহ্নিত ওই মার্কিন দূতাবাস থেকে বলা হয়, ‘দূতাবাস মনে করে, রাজনৈতিকভাবে সংঘটিত ব্যাপক মাত্রায় দুর্নীতির জন্য তারেক দায়ী। তার দুর্নীতির কারণে মার্কিন ঘোষণাপত্রের ৪ নম্বর ধারায় বর্ণিত গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার লক্ষ্য বিনষ্ট হওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হয়েছে।’

তবে তারেক রহমানের স্ত্রী ড. জুবাইদা রহমান ও তাদের মেয়ে জাইমা বা তারেকের মা খালেদা জিয়ার ওপর এ ধরনের নিষেধাজ্ঞা যেন আরোপ করা না হয় সে বিষয়টি স্পষ্টভাবে ওয়াশিংটনকে অবগত করে মার্কিন দূতাবাস।

তারেককে যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার সুপারিশের পেছনে প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছিল ওই গোপন বার্তায়।

উন্নয়নশীল দেশ বাংলাদেশে জনজীবনের সর্বত্র পদ্ধতিগত দুর্নীতি বিস্তার করেছে উল্লেখ করে বার্তায় বলা হয়, ‘২০০৬ সালে টানা চার বারের মতো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তালিকায় বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্তের স্থানে ছিল দেশটি। কয়েক মাসের রাজনৈতিক অস্থিতিরতার পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতায় এসে দুর্নীতির মূলোৎপাটন ও দারিদ্র্যপীড়িত জাতিকে দুর্নীতির কষাঘাত থেকে জাতিকে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর দুর্নীতির কারণে বাংলাদেশের উন্নয়ন দুই শতাংশ করে কমে গেছে।’

এতে আরও বলা হয়, দুর্নীতি নিয়ে উদ্বেগ বিশ্বাসের শূন্যতা তৈরি করছে যার কারণে বেসরকারি বিনিয়োগের সুযোগ কমে যাচ্ছে এবং গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতি জনগণের আস্থা কমে যাচ্ছে।

গোপন বাতায় মার্কিন দূতাবাস সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ‘কুখ্যাত’ হিসেবে উল্লেখ করে।বাংলানিউজ২৪

Exit mobile version