Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তালাক সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা!

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
সিরাজগঞ্জে তালাক সইতে না পেরে তাহলিমা বেগম (৩০) নামে এক গৃহবধূ ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে তিনি মারা যান।

মঙ্গলবার রাত ৮টার দিকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের গৃহবধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

দুই সন্তানের জননী তাহলিমা উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রামের মতি তালুকদারের ছেলে ট্রাকচালক রাশিদুল হাসানের স্ত্রী ও একই ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের ফজর আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহলিমার স্বামী রাশিদুল স্ত্রীর অজান্তে একাধিক বিয়ে করে। সম্প্রতি বিষয়টি ফাঁস হয়ে গেলে স্বামী-স্ত্রীর মাঝে-মধ্যেই ঝগড়া হতো। এ সময় তাহলিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো রাশিদুল।

একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে বাধ্য হয়ে তিনি বাবার বাড়ি চলে যান। এর কিছুদিন পর স্বামী তাকে তালাক দেন।

পরে তাহলিমা তার স্বামীর বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। দুই শিশু সন্তানকে নিয়ে হতাশাগ্রস্ত তাহলিমা মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে সন্ধ্যায় বাবার বাড়িতে ফিরে এসে ট্যাবলেট খান। রাত ৮টার দিকে স্বজনরা তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান।

এ ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসকের বক্তব্য নিতে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি।

এ ব্যাপারে রায়গঞ্জ থানার ওসি মাহবুবুল আলম বলেন, বিষয়টি শুনেছি। তবে, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।

Exit mobile version