Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তাহিরপুরে নৌকাডুবি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

সুনামগঞ্জ সংবাদদাতা :: সুনামগঞ্জের তাহিরপুরে বলগেটের (বড়স্টিলবাডি নৌকা) ধাক্কায় শ্রমিকবাহী নৌকাডুবি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার রাতে আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে।

আহতরা হলেন- ইউপি সদস্য কামাল মিয়া, জাকারিয়া, মোফাজ্জল, আলকাছ, মহসিন, বাচ্চু মিয়া, সাজিনুর, তৌফিকনুর।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৈন্ডুপ বাজার থেকে লিটন দাস শ্রমিক নিয়ে নৌকায় নদীপথে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের হিজলায় যাচ্ছিলেন। পথে একটি বলগেট নৌকার ধাক্কায় শ্রমিকবাহী নৌকাটি ডুবে যায়।

এতে নৌকায় থাকা শ্রমিকরা সাঁতরে তীরে ওঠেন।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে পৈন্ডুপ বাজারে জান্টু মিয়া ও ইউপি সদস্য কামাল মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫ জন আহত হন।

শনিবার তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, সংঘর্ষের বিষয়টি জানতে পেরেছি, তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।

Exit mobile version