Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তাহিরপুরে ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত্যু-চিকিৎসক গ্রেফতার

এমএ রাজ্জাক,তাহিরপুর
তাহিরপুরে ভুল চিকিৎসায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে গণরোষ ঠেকাতে কথিত চিকিৎসক মো. মনির হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চিকিৎসক তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার পারখী গ্রামের আমির হামজার ছেলে ও তাহিরপুর সদরের মধ্যবাজারের সোনিয়া ডায়গনিষ্টিক এন্ড ডক্টরস চেম্বারস এর একজন নিয়মিত চিকিৎসক।নিহতের নাম লাকী আক্তার (২২) উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মহসিন মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে যায় , উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের গৃহবধু লাকী আক্তার তাহিরপুর সদরের মধ্যবাজারের সোনিয়া ডায়গনিষ্টিক এন্ড ডক্টরস চেম্বারস এর চিকিৎসক মো. মনির হোসেনের নিকট থেকে শারীরিক অসুস্থতার জন্য ২৫ জুলাই ব্যবস্থাপত্র নেন। ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ সেবনের পর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার ফের চিকিৎসকের সাথে সাক্ষাত করে ব্যবস্থাপত্রে অতিরিক্ত ঔষধপত্র লিখে দেয়া হলে মাত্রাতিরিক্ত ব্যথা নাশক ইনজেকশন ও উচ্চ ক্ষমতা সম্পন্ন এন্টিবায়েটিক সেবনের পর সন্ধায় লাকী আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়েন। এক পর্যায়ে গৃহবধুর স্বজন ও এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ঐ চিকিৎসককে ম্যাচ থেকে ধরে এনে বাজারে গণপিঠুনি দিয়ে ডায়গনিষ্টিক এন্ড ডক্টরস চেম্বারস এর ভেতর তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার তাহিরপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার, থানার ওসি ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকরা ঘটনাস্থলে গেলে উক্তেজিত জনতার গণরোষ ঠেকাতে থানা পুলিশ অভিযুক্ত চিকিৎসক মনির হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। রাতেই গৃহবধুর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর মর্গে প্রেরণ করা হয়েছে।’
তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মীর্জা রিয়াদ হাসান জানান, যতটুকু জানতে পেরেছি তাতে মনির হোসেন তার ব্যবস্থাপত্রে নিজের যোগ্যতা ডিএমএফ ও ডাক্তার লিখে থাকেন, কিন্তু তাতে প্রমাণ হয়না সে একজন বৈধ যোগ্যতা সম্পন্ন চিকিৎসক।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর রাতে ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত্যুর অভিযোগ ও কথিত চিকিৎসককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।’

Exit mobile version