Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তাহিরপুরে শিক্ষক সমিতির উদ্যোগে ৮৭জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা

তাহিরপুর প্রতিনিধি- যে জাতি যতো বেশী শিক্ষিত সে জাতি ততো বেশী উন্নত, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না, শিক্ষাই জাতির মেরুদন্ড, আর শিক্ষকরা হচ্ছেন আদর্শ মানুষ গড়ার কারিগর। শিক্ষার হার বাড়াতে হলে শিশুদেরকে বাবা, মায়ের আদরে, বোনের হে পাঠদান করাতে হবে, তাহলেই আজকের শিশুরা আগামী দিনের ভবিষৎ হয়ে গড়ে উঠবে
বুধবার সকালে তাহিরপুর উপজেলা গণমিলনায়তনে তাহিরপুর উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও তাহিরপুর উপজেলার ৮৭জন অবসরপ্রাপ্ত শিক্ষককে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
তাহিরপুর উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ্,
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বী জাহান, সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার, বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, জামালগঞ্জ ডিগ্রি কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, মধ্যনগর থানা আওয়ামীলীগ নেতা বাবু অমরেশ রায় চৌধুরী, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উজান তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজ উদ্দিন, মধ্যতাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অনুপ রায়, সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হান্নান, শিক্ষিকা সবিতা রানী তালুকদার, প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, মন্টু কুমার সরকার, হাবিবুর রহমান, নাজমুল হুদা, খাদিজা নারগিস, হারুনুর রশিদ, আবু নাছের, সহকারী শিক্ষক মাকছুম আহমেদ, জাকিয়া সুলতানা, হোসাইন আহমেদ প্রমুখ।
অনুষ্টানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন, সহকারী শিক্ষক হোসাইন আহমদ, গীতাপাঠ করেন প্রধান শিক্ষক নারায়ন চক্রবর্তী, বাইবেল পাঠ করেন, প্রধান শিক্ষক স্টিপেন দাজেল।

Exit mobile version