Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তাহিরপুরে সেই পল্লী চিকিৎসক গ্রেফতার

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সুনামগঞ্জের তাহিরপুরে প্রসূতিকে ব্লেড দিয়ে সিজার করা সেই পল্লী চিকিৎসক লাল মোহন বর্মণ (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে ভারতে পালিয়ে যাওয়ার সময় উপজেলার বীরেন্দ্রনগর সীমান্ত এলাকার জিরো লাইন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় লাল মোহনের অপর সহযোগী উপজেলার বালিজুরী গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে পল্লী চিকিসক নুরুল আমিন পুলিশী ধাওয়ার মুখে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মুহিত মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বুধবার উপজেলার বড়খলা গ্রামের সুজিত বর্মণের স্ত্রী শৌমরী বর্মণের প্রসব ব্যথা উঠলে বড়খলা গ্রামের পল্লী চিকিৎসক লালমোহন বর্মণ ও পার্শ্ববর্তী বালিজুরী গ্রামের অপর পল্লী চিকিৎসক নুরুল আমিনকে ডাকা হয়। তারা প্রসূতিকে দেখে গর্ভের নবজাতককে মৃত বলে গর্ভপাতের পরামর্শ দেন প্রসূতির স্মামীকে।

Exit mobile version