Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তাহিরপুর সীমান্তে আটক ২০ গরু

তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আসা ভারতীয় ২০টি গরু আটক করেছে সুনামগঞ্জ- ২৮ বর্ডারগার্ড বিজিবি। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ট্যাকেরঘাট বিজিবি কম্পানী কমান্ডার সুবেদার আনিসুর রহমানের নেতৃত্বে লাউড়েরগড় বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১২০২/৪
এর নিকটে উত্তর বড়দল ইউনিয়নের কড়ইগড়া নামক স্থান থেকে চোরাই পথে আসা ভারতীয় ২০টি গরু আটক করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চৌরাচালানীরা পালিয়ে যায় বলে জানায় বিজিবি। সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাইপথে আসা ভারতীয় ২০টি গরু সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Exit mobile version