Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তাহিরপুর সীমান্তে চোরাই কয়লা আটক করেছে বিজিবি

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ ৮-বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির টহল দল তাহিরপুর সীমান্তের চাঁনপুর ও টেকেরঘাট সীমান্ত থেকে ১৩ হাজার ৭ শত, ৫০ টাকা মুল্যের ১.১ মেঃ টন ভারতীয় চোরাই কয়লা জব্দ করেছেন। টেকেরঘাট ও চাঁনপুর বিওপির বিজিবির অভিযানে শনিবার রাতে বিনা শুল্কে চোরাই পথে নিয়ে আসা এসব কয়লা রবিবার জব্দ তালিকা করা হলেও বিজিবির ঐ দু’টি অভিযানে এর সাথে জড়িত কোন চোরাচালানীকে আটক করতে পারেনি। স্থানীয় এলাকাবাসী জানান, এলাকার চিহ্নিত চোরাচালানী হান্নান, আলী রহমান ওরফে ইয়াবা সাগর, চোরাচালানী জাহাঙ্গীর ও কালা কামালের নেতৃত্বে একদল চোরাচালানী প্রায় রাতেই অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে বিনা শুল্কে চোরাই কয়লা নিয়ে আসলেও রহস্যজনক কারনে বিজিবির নজর এড়িয়ে বীরদর্পেই চালিয়ে যাচ্ছে তাদেও চোরাই কয়লার রমরমা বাণিজ্য। ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানিয়েছেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরণের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা সহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

Exit mobile version