Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তিউনিসিয়ার যাওয়ার পথে নৌকাডুবিতে বেঁচে যাওয়া ১৫ জন দেশে ফিরেছেন

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ১৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে তাদের বহনকারী একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর হোসেন বলেন, টার্কিস এয়ারলাইন্সের টিকে-৭১২ বিমান যোগে এই ১৫ জন দেশে ফিরেছেন।

গত ৯ মে লিবিয়ার উপকূল থেকে একটি বড় নৌকায় করে ইতালির উদ্দেশে রওনা দেন ৭৫ অভিবাসী। যার মধ্যে ৫১ জন ছিলেন বাংলাদেশি। গভীর সাগরে তাদের বড় নৌকা থেকে অপেক্ষাকৃত ছোট একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়। এতে ৬৫ জন প্রাণ হারান।

গত ১১ মে নৌকা ডুবির ঘটনায় ৩৯ জন বাংলাদেশি নিখোঁজ থাকার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ১৫ জনকে জীবিত উদ্ধার হওয়ার কথাও জানানো হয়।

সৌজন‌্যে সমকাল

Exit mobile version