Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তেলের দাম বাড়ায় সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা : বাণিজ্যমন্ত্রী

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাজারে যে হারে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, এই হারে তো বাড়ার কথা নয়। আর এই সুযোগটাই নিচ্ছেন কোনো কোনো ব্যবসায়ী।

আজ বুধবার শোকাবহ আগস্ট উপলক্ষে দেশের ১ কোটি পরিবারের মধ্যে সাশ্রয়ী মূল্যে পণ্য বিতরণ নিয়ে টিআইবির প্রতিবেদন তৈরির বিষয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে সব নিত্যপণ্যের দাম বেশি। আন্তর্জাতিক বাজারে একদিকে ভোজ্যতেলের দাম কমেছে, অন্যদিকে ডলারের মূল্য বাড়ছে। এ দুটি বিষয় সমন্বয় করেই ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হবে।

সারা দেশে এক কোটি পরিবারের মধ্যে সাশ্রয়ী মূল্যে চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিতরণ কার্যক্রম নিয়ে সম্প্রতি টিআইবির করা ওই প্রতিবেদন সম্পর্কে টিপু মুনশি আরও বলেন, টিআইবি ভুল তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

তিনি বলেন, নানা জটিলতার কারণে সাশ্রয়ী মূল্যে পণ্য বিতরণে কিছুটা অনিয়ম হতে পারে, কিন্তু টিআইবির প্রতিবেদন সঠিক নয়।

এ কার্যক্রমে ৫ শতাংশ মানুষের মধ্যে পণ্য বিতরণে সমস্যা হতে পারে, বাকি ৯৫ ভাগ মানুষ তালিকা অনুসারে সঠিক পদ্ধতিতে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য পেয়েছেন বলেও দাবি করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Exit mobile version