Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, দ.সুনামগঞ্জ ::
দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়ন পরিষদে ২০১৮-২০১৯ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ বৃহ¯পতিবার সকাল ১১টায় পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়ার সভাপতিত্বে, ইউপি সচিব মোঃ আব্দুর রকিব বাজেট ঘোষণা করেন ৯৭লক্ষ ২হাজার ২শত ১৮টাকা। ইউপি সচিব আব্দুর রকিবের পরিচালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সহ সাংগঠনিক স¤পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, ইউপি সদস্য আনোয়ার হোসেন, মোঃ মছকু মিয়া, আশরাফ আলী, মহিবুর রহমান, সুনু দে, ইউপি সদস্যা পু®প বেগম, হুসনে আরা বেগম, এনজিও প্রতিনিধি রাজিব, সাংবাদিক নুরুল হক, শফিকুল ইসলাম , উপজেলা সুজনের সাধারণ স¤পাদক মোঃ আবু সঈদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ প্রমূখ।

উম্মুক্ত বাজেট ঘোষণায় ২০১৮-২০১৯ অর্থ বছরে আয় ধরা হয়েছে ৯৭লক্ষ ২হাজার ২শত ১৮টাকা, ব্যায় ধরা হয়েছে ৯৭লক্ষ ২হাজার ২শত ১৮টাকা মাত্র।
বাজেট সভা শেষে জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া ইউনিয়নের কার্ডধারী লোকদের মাঝে ভিজিএফ এর ৫শত টাকা করে বিতরণ করেন ।

Exit mobile version