Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা হাইস্কুলের প্রধান শিক্ষক ও কমিটির সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের তহবিল আত্মসাত, অতিরিক্ত ফি ও কোচিং ফি আদায়ের অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো. মছদ্দর আলী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা দাবি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিরুল
ইসলাম।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের পর থেকে পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি যোগসাজসে অতিরিক্ত ফি ও কোচিং ফি আদায় করছেন। তারা সরকারি বিভিন্ন অনুদানের লাখ লাখ টাকা আত্মসাত করেছেন। তাদের অনিয়ম-দুর্নীতি এবং টাকা আত্মসাতের তদন্ত ও বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব নিরিক্ষণ করা প্রয়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিরুল ইসলাম বলেন,‘ বিদ্যালয়ে লাখ লাখ টাকার সরকারি কোন অনুদান নেই। ছাত্রদের কাছ থেকে কোন ধরনের অতিরিক্ত ফি বা কোচিং ফি আদায় করা হয়নি। ২০১৬ সালের বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব দেখেছি। অভিযোগকারী পরিচালনা কমিটির সদস্য মছদ্দর আলী নানা সময়ে বিদ্যালয় থেকে অনৈতিক সুবিধা চেয়েছেন। কিন্তু তাকে কোন ধরনের সুবিধা না দেয়ায় এসব মিথ্যা অভিযোগ করেছেন।’

Exit mobile version