Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দক্ষিণ সুনামগঞ্জে ইভটিজিংয়ের বিরুদ্ধে মিনি ম্যারাথন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
‘ইভটিজিং কে না বলুন, নারীর প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১ টায় উপজেলার আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও কিশোর কিশোরী ক্লাবের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এরপর এফআইভিডিবি’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে বিকাল ৩টায় বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক শেখ শফিকুল
ইসলামের সভাপতিত্বে এবং এফআইভিডিবি’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি প্রজেক্ট অফিসার মহসিন হাবিব জেমস’র পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন, এফআইভিডিবি’র আইএফএসপি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মো. বজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুখময় দাশ, সহকারী শিক্ষক সুলতান মাহমুদ, এনাম আল আরিফ, সাইফুল ইসলাম, লাকী ভদ্র, কলি আক্তার, সুদীপ কুমার দাশ, আবুল খয়ের প্রমুখ।

Exit mobile version