Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দক্ষিণ সুনামগঞ্জে এমএ মান্নান- উন্নয়নের স্বার্থে আবারো আ.লীগকে ক্ষমতায় আনতে হবে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গেছেন। তাই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামের খেদমত করছেন এ দেশের উলামারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম প্রিয় মানুষ বলেই মসজিদ, মাদ্রাসার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন করে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা কে ভোট দিয়েছিলেন বলেই আজ দেশের এমন পরিবর্তন হয়েছে। ঘরে-ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। সেই সাথে গ্রামের রাস্তা-ব্রীজ-কালভার্ট নির্মাণ করে গ্রামকে প্রায় শহরে রূপান্তর করেছে সরকার। তাই উন্নয়নের স্বার্থে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
বুধবার বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জস্থ এফআইভিডিবি ট্রেনিং সেন্টারের হল রুমে ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী হযরত মোহাম্মদ (স.) এর অনুপম জীবনাদর্শ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. আবু সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ইফার এমসি মাও. মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক স¤পাদক কাজী মাও. জমিরুল ইসলাম মমতাজ, ডুংরিয়া শিবপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আব্দুর রহিম, বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আব্দুল খালিক প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ইফার ফিল্ড সুপারভাইজার মো. আসআদুজ্জামান।
আলোচনা সভা শেষে বিশ্বের শান্তি কামনা করে মোনাজাত করেন সুনামগঞ্জ জেলা ইফার এমটি মাও. আশরাফ উদ্দিন।
বিকাল সাড়ে ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের মাঠে সভায় প্রধান অতিথির বক্তব রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
সভায় মুরাদপুর গ্রামের আমান উল্লাহ’র সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গোলাম নুর’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. বশির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. সফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, মুরাদপুর গ্রামের মাও. আব্দুল সাহিদ, আহমদ হোসেন, আব্দুল আলী, দিলোয়ার হোসেন দিলু, হাবিবুর রহমান, সাঞ্জব আলী, মাও. আইন উদ্দিন, মাও. আব্দুর রউফ, আহমদ নুর, শাহবাজ মিয়া, আব্দুল্লাহ মুলুক, আবুল হোসেন, আব্দুস ছাত্তার, আবু বকর, ফুল মিয়া, লালুখাই গ্রামের আব্দুল হাই, যুবলীগ নেতা সাজিদুর রহমান সাজিদ, ইউপি সদস্য আরজান আলী প্রমুখ।
এর আগে বিকাল সাড়ে ৩টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের কুমড়িআইল গ্রামের মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

Exit mobile version