Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দক্ষিণ সুনামগঞ্জে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নববধূসহ আহত ৬

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নববধূসহ ৬ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার পাথারিয়া ইউনিয়নের দরগাপুর মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দিরাই পৌরসভার বাগবাড়ি থেকে সিএনজি যোগে বর ও কনেসহ শশুরবাড়িতে ফিরা যাত্রায় আসছিলেন। সিএনজি সুনামগঞ্জ সদরের জানিগাঁওগামী সিএনজির সাথে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা দিরাইগামী ঢাকা মেট্রো অ ১১-৩৮০৭ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৫ যাত্রী ও ড্রাইভার গুরুতর আহত হন। এর মধ্যে নববধূ নতুন বর ও ড্রাইভারসহ ৪ জন গুরুতর আহত হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন, দিরাই পৌরসভার বাগবাড়ির আব্দুল মালিক, সদর উপজেলার জানিগাঁও গ্রামের জেসমিন বেগম, সোহাগ মিয়া, সিএনজি চালক বিল্লাল মিয়া। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, সড়ক দূর্ঘটনার খবর পাওয়ায় সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাক ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে।

Exit mobile version