Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দক্ষিণ সুনামগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শর্তযুক্ত চেক বিতরণ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, দ,.সুনামগঞ্জ ঃ
“শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে” এই ¯ে¬াগানকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সিএসপিবি প্রকল্পের আওতায় দক্ষিণ সুনামগঞ্জে ১শত ২০ জন সুবিধাবঞ্চিত শিশুকে শর্তযুক্ত চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে, উপজেলার এফআইভিডিবি হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমার পরিচালনায় চেক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রুপন কান্তি শীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সিএসপিবি প্রকল্প পরিচালক (উপ-সচিব) ডাঃ আশরাফী আহমদ, সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল¬াহ, ইউনিসেফ সিলেট ডিভিশনের চীফ ফিল্ড কর্মকর্তা কাজী দিল আফরোজা ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইব্রাহিম আল-মামুন মোল্লা। আলেচনা সভা শেষে দক্ষিণ সুনামগঞ্জের ১শত ২০ জন সুবিধাবঞ্চিত শিশু প্রতিজনকে ১২ হাজার টাকা করে ১৪ লক্ষ ৪০ হাজার টাকার শর্তযুক্ত চেক বিতরণ করা হয়। ##

Exit mobile version