Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দক্ষিণ সুনামগঞ্জে হাইকোর্ট নিষিদ্ধ ৫২টি পণ্য ধ্বংস

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাইকোর্ট নিষিদ্ধ ৫২টি ব্র্যান্ডের পণ্য ধ্বংস করা হয়েছে। রবিবার দুপুরে অভিযান পরিচালনা করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ। দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
নোয়াখালী বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উপজেলার শান্তিগঞ্জ বাজারেও মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বিএসটিআইয়ের পরীক্ষায় অনুত্তীর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি পণ্যের মধ্যে প্রাণের হলুদ গুঁড়া, ফ্রেশের হলুদ গুঁড়া, মোল্লা সল্টের আয়োডিন যুক্ত লবণ, প্রাণের কারি পাউডার, ড্যানিশের কারি পাউডার, সিটি ওয়েলের সরিষার তেল সহ বিভিন্ন ভেজাল পণ্য অপসারণ ও ধ্বংস করেন।

Exit mobile version