Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দক্ষিন সুনামগঞ্জে মসজিদ, মন্দিরের টাকা আত্মসাত!

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: দক্ষিণ সুনামগঞ্জে মসজিদ ও মন্দিরে বরাদ্দকৃত প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গত রোববার এলাকাবাসী ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা আত্মসাতের অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।

জানা যায, ২০১৫-১৬ অর্থবছরের কাবিটা ২য় পর্যায়ে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর সিরাজের বাড়ির রাস্তা হতে আলমপুর জামে মসজিদের রাস্তা এবং দামোধরতপী মন্দিরের উন্নয়নে কাবিটার টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু এই মসজিদ ও মন্দিরের প্রকল্পের টাকা দিয়ে কাজ না করিয়ে প্রকল্পের সভাপতি মো. শাহিনুর রহমান, সম্পাদক ফয়াজ আহমদ, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল করীম আত্মসাত করেন। ওই ব্যক্তিরা একটি সিন্ডিকেট তৈরি করে আরও বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসব প্রকল্পের মাস্টাররোল গ্রহণ করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাহাদাৎ হোসেন ভূঁইয়া জানান, তিনি অবৈধভাবে লাভবান হয়ে মাস্টাররোল গ্রহণ করেননি। কাবিটা প্রকল্পের টাকা কাজের আগে দেয়া হয়। যদি কেউ কাজ না করে তাহলে টাকা ফেরত আনা হবে।

Exit mobile version