Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দলের বদনামকারীদের মনোনয়ন দেওয়া হবে না-প্রধানমন্ত্রী

জগন্নাথপুর২৪ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন আ.লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। দলকে বদনামে ফেললে মনোনয়ন দেওয়া হবে না। যে মনোনয়ন পাবে নেতাকর্মীদের তার পক্ষেই কাজ করতে হবে। জনগণের মন জয় করেই ক্ষমতায় আসতে হবে।
শনিবার আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গণভবনে দলের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় আওয়ামী লীগ সরকার যুগের সাথে তাল মিলিয়ে অর্থনৈতিক নীতিমালাকে সময় উপযোগী করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকায় মার্কায় ভোট পেলেই এ দেশের মানুষ সব পায়। ভাষার অধিকার, স্বাধীনতা, দারিদ্র্য মুক্তি, শিক্ষার আলো, রাস্তা-ঘাট, স্কুল কলেজ সব পেয়েছে।’ ‘আমরা সারা দেশের উন্নয়ন করছি। আজকে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। দেশের প্রতিটি উন্নয়নের সঙ্গে জড়িত আছে আ.লীগ। প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় পেয়েছে।’
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, দুর্নীতিবাজরা নয় নিজ এলাকায় যার জনপ্রিয়তা আছে তাকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন দেওয়া হবে।
‘যেসব এমপি টাকা নিয়ে কাজ করেন, দুর্নীতি করেন, তারা নমিনেশন পাবেন না। নমিনেশন দেওয়া হবে এলাকায় যার জনপ্রিয়তা আছে তাকেই।’
কেউ দলের বিরুদ্ধে কথা বললে তার মনোনয়ন পাওয়ার কোনও সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভোটের রাজনীতি করতে হলে উন্নয়নের কথা জনগনের সামনে তুলে ধরতে হবে।’ দুঃসময়ে দলের হাল ধরে রাখা কর্মীরা যাতে অবহেলিত না হয় সেদিকে নজর রাখা হবে বলেও জানান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

Exit mobile version