Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দিন দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

???????????????????????????????

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দিন দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার বিকালে উপজেলা পৌরসদর মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, লক্ষী ভান্ডার শিল্পালয়ের মালিক মধুসুদন বর্মন ও তার কর্মচারি বিকাল ৩টার দিকে দোকান তালা দিয়ে বাড়িতে খেতে যায়। এর কিছুক্ষন পরই একটি নাম্বারবিহীন সিএনজি সালাম রোডের ওই দোকানের সামনে এসে দাঁড়ায়।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই সময় ওই রোডে মানুষের চলাচল একটু কম থাকার কারণে সিএনজি থেকে ৫-৭জন যুবক নেমে ওই দোকানে সাটারের সামনে একটি পর্দা টানিয়ে ধরে। তারপর তালা ভেঙ্গে দোকানে সজ্জিত প্রায় ৮০ লাখ টাকার স্বর্ণাংলকার লুট করে সাটারে নতুন তালা লাগিয়ে সামনে দাঁড়ানো ওই সিএনজি দিয়ে নির্বিঘ্নে চলে যায়।

পরে বিকাল ৫টার দিকে ওই দোকানের মালিক এসে দোকান খুলতে গিয়ে দেখে নতুন তালা লাগানো। পরে তালা ভেঙে দেখে দোকান খালি।

নবীনগর থানার ওসি (তদন্ত) রাজু আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাজার কমিটির সভাপতি মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় আমরা হতভম্ব। বাজারে লাগানো সিসি ক্যামেরা থেকে এ দৃশ্য দেখতে পাই।

Exit mobile version