Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দিরাইয়ে জলমহাল নিয়ে চাচাত্ব ভাইয়ের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে জলমহালের মালিকানা নিয়ে দু-পক্ষের সংঘর্ষে আনোয়র কাজী (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি গ্রামের মৃত আব্দুল আউয়াল কাজীর ছেলে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী ও তার আপন চাচাতো ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার কাজীর লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ইছাবরের কান্দার (ডোবা) জলমহালের দখল করতে গেলে সংঘর্ষের ঘটনায় ঘটে। এতে ঘটনাস্থলেই আনোয়ার কাজী নিহত এবং স্বাধীন কাজী, সানোয়ার কাজী, রুহুল আমিন কাজী, হিরো কাজী ও পাকুল কাজীসহ উভয় পক্ষের ১৫জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনায় বশির কাজী নামের একজনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার কাজীর মধ্যে তাদের পূর্ব পুরুষদের কাছ থেকে পাওয়া ছোট একটি জলমহালের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে কয়েকবার এলাকার গণ্যমান্য লোকজন নিয়ে শালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও উভয় পক্ষই তা মানেনি। আজ সকালে নিজ বাড়িতে এনিয়ে উভয় পক্ষ লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ েেবধে যায়। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষের ঘটনায় সানোয়ার কাজীর বড় ভাই আনোয়র কাজী (৬৫) নিহত ও উভয় পক্ষের ১৫জন লোক আহত হয়েছেন।
ডদরাই থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version