Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দিরাইয়ের সাতবিলা বাঁধ ভেঙে তলিয়ে গেছে হাওরের আধাপাকা ধান

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সাতবিলা বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে হুরামন্দির হাওরের আধাপাকা ধান।

কৃষি অফিসসূত্রে জানা যায়, হুরামন্দির হাওরের ১২০০ হেক্টর জমিতে এ বছর বোরো আবাদ হয়েছে।

স্হানীয় একাধিক কৃষক জানান, হুরামন্দির হাওরে এখনও হাইব্রিড জাতীয় ধান পাকেনি এর পরও আধাপাকা প্রায় ৩০-৪০ শতাংশ ধানকাটা হয়েছে। অনেকেই কাচিও চালাতে পারেননি রোববার সন্ধ্যায় বাঁধ ভেঙে নিমিষেই তলিয়ে যাওয়া আমাদের একমাত্র সোনার ফসল।

দিরাই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয় হুরামন্দির হাওরের প্রায় ৭০ শতাংশ ধানকাটা হয়েছে। এখনও হার্ভেস্টার মেশিন দিয়ে ধানকাটা অব্যাহত আছে।

জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাবলু বলেন, ৪২নং পিআইসি সাতবিলা বাঁধের আওতায় হুরামন্দির হাওরে ১২ হেক্টর জমির মধ্যে ৪০-৫০ শতাংশ পাকা আধাপাকা ধানকাটা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয়। আমার চোখের সামনে বাঁধ ভেঙে পানি ঢুকছে হাওরে তলিয়ে যাচ্ছে আমাদের একমাত্র সোনার ফসল।

Exit mobile version