Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দিরাইয়ে শিশুর রহস্যজনক মৃত্যু

সুনামগঞ্জের দিরাইয়ে নাহিদ মিয়া (৭) নামের এক শিশুর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে।

গতকাল রোববার উপজেলার শ্যামারচর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

সে শ্যামারচর বাজারের ব্যবসায়ী জগলু মিয়ার ছেলে।

এ ব্যাপারে জগলু মিয়া বলেন, নাহিদ তার পোষা পাখির জন্য পোকা ধরতে বাড়ির পাশে পুকুরের কচুরিপানায় যায়। সেখান থেকে ফিরে এসে বলে আমাকে লিচু দাও। লিচু খাওয়ার পরই রক্তবমি করতে থাকে সে। পরে তাকে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. পিয়াস দেব তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট যাওয়ার পথে টুকেরবাজার সংলগ্ন রাস্তায় নাহিদ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

জগলু মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, শ্যামারচর বাজার থেকে আনা মৌসুমি ফল লিচু খেয়ে বিষক্রিয়ায় আমার একমাত্র ছেলেটির মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যা ৭ টার দিকে টুকেরবাজার থেকে নাহিদের লাশ দিরাই হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম, দিরাই উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, দিরাই থানার ওসি তদন্ত এবিএম দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নাহিদকে দেখতে হাসপাতালে ছুটে যান।

হাসপাতালে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন দিরাই থানার এসআই রুপক কর্মকার, এস আই দেবপ্রিয় পণ্ডিত।

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, লাশের ডান হাতের দুইটি আঙ্গুলে কামড়ের চিহ্ন রয়েছে হয়তো বা পোকা ধরতে গিয়ে শিশুটি সাপের কামড় খেয়েছে। লাশটি সোমবার সকালে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

এ ঘটনায় দিরাই থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

Exit mobile version