Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দিরাইয়ে ৩ জন নিহতের ঘটনায় উপজেলা চেয়ারম্যান,মেয়র, আ’লীগ নেতাসহ ৩৯ জনকে আসামী করে পাল্টাপাল্টি মামলা

দিরাই সংবাদদাতা :: দিরাইয়ে জলমহালের দখলকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে তিন জন নিহত হওয়ার ঘটনায় দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সম্পাদক ও দিরাই পৌর মেয়র মোশারফ হোসেন এবং দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারসহ ৩৯ জনকে আসামি করে দিরাই থানায় একটি হত্যা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা একরার হোসেন বাদী হয়ে দিরাই থানায় এই মামলাটি দায়ের করেন।।

গত মঙ্গলবার সকাল ১০টায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া জলমহাল দখল নিয়ে এই স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। এতে একরার হোসেন পক্ষের তিন জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন আরও পাঁচ জন।

দিরাই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল জলিল জানান, একরার হোসেন বাদী হয়ে ৩৯ জনকে আসামি করে একটি হত্যা মামলার এজাহার থানায় জমা দিয়েছেন।

এদিকে, একই ঘটনায় ধনঞ্জয় দাস বাদী হয়ে আরও ২৯ জনকে আসামী করে থানায় লুটপাটের অপর একটি মামলা দায়ের করেছেন।

Exit mobile version