Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দিরাই শাল্লা উপ-নির্বাচন- প্রচার প্রচারনায় উত্তাপ বাড়ছে

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রচার-প্রচারণাও ততই জমে ওঠেছে। নির্বাচনে প্রয়াত জাতীয় নেতা ৮ বারের সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্তাকে দলীয় মনোনয়ন দেওয়ায় নৌকার পালে যেমন হাওয়া লেগেছে। স্বতন্ত্র প্রার্থী প্রবাসী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু অপেক্ষাকৃত অচেনা হলেও স্থানীয় বিএনপি’র একটি পক্ষ প্রকাশ্যে তার পক্ষে প্রচারণায় নামায় তাঁর প্রতীক সিংহ মার্কার পক্ষেও গ্রামে-গঞ্জে প্রচারণা চলছে। বৃহস্পতিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেন গুপ্তার প্রচারণায় স্থানীয় নেতা কর্মীরা ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ অংশ নেন।
গত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুর পর এই আসনের উপ-নির্বাচন ঘোষণা করা হয়। নির্বাচনে অংশ গ্রহণের জন্য এখানে জাসদ (ইনু), জাসদ (আম্বিয়া), জাপা ও স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জন মনোনয়ন দাখিল করলেও নির্বাচন কমিশনের নিবন্ধিত দল না হওয়ায় বাছাইয়ে জাসদ (আম্বিয়ার) মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। পরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে জাপা ও জাসদ (ইনু) মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেন গুপ্তা এবং স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু। স্থানীয় ভোটাররা বললেন, দিরাই-শাল্লায় গত প্রায় ২০ বছর ধরে স্থানীয় কিংবা জাতীয় নির্বাচনে লড়াই হয়েছে আওয়ামী লীগের জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের সমর্থক এবং বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী’র সমর্থকদের মধ্যে। এবারের উপ-নির্বাচনেও দুই মেরুর দুই রাজনৈতিক পরিবারের সমর্থকরা আলাদা অবস্থান নিয়েছেন। আগামী ৩০ মার্চ এই আসনের উপ-নির্বাচনে ২ লাখ ৪৬ হাজার ১৩১ জন ভোটার ১১০ টি কেন্দ্রে ভোট দেবেন। ভোটাররা
বলেছেন, বিএনপি নির্বাচনে আসেনি এটি এখানে বোঝার উপায় নেই। নির্বাচনী প্রচার-প্রচারণায় রয়েছেন সর্বদলীয় নেতা কর্মীরা।
দিরাই শহরের রিক্সা চালক রফিকুল ইসলাম বলেন,‘বাবু (সেন বাবু) মরার আগে তাইনের লগে যারা আছিল, হেরাঔ আছে জয়া সেন’র লগে। আর যারা বাবু’র বিরুদ্ধে থাকতো, তারাঔ কেউ কেউ প্রকাশ্যে আছে ছায়েদ আলী’র লগে (সঙ্গে)।’ কেবল রিক্সা চালক রফিকুল ইসলাম নয়। ব্যবসায়ী, রাজনীতিক, পেশাজীবী সকলের মুখেই একই ধরনের বক্তব্য শুনা গেছে।
এ প্রসঙ্গে দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীও মুঠোফোনে বলেছেন, তাঁর অবস্থান স্বতন্ত্র প্রার্থীর পক্ষেই। তিনি কর্মী সভা করে বলে দিয়েছেন, তাঁদের ৫০-৬০ হাজার ভোটার যেন নৌকায় ভোট না দেয়।
অবশ্য. সুনামগঞ্জ জেলা বিএনপি’র অপরাংশের নেতা সাবেক হুইপ খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুল হক আছপিয়া বলেছেন,‘জাতীয় নির্বাচন বর্জন করেছে বিএনপি। দিরাই-শাল্লার ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত। নাছির উদ্দিন চৌধুরী কেন্দ্রীয় সিদ্ধান্ত লংঘন করছেন।’ বৃহস্পতিবার দিরাই উপজেলা বিএনপি’র একাংশ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে দিরাই-শাল্লা উপ-নির্বাচনে নাছির উদ্দিন চৌধুরী’র অবস্থানে দলের নেতা-কর্মীরা বিব্রত হচ্ছেন উল্লেখ করে নাছির চৌধুরী’র কথায় সাড়া না দিয়ে বিএনপি’র কর্মী-সমর্থক ও ভোটারদের এক তরফা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র দুই প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। ড. জয়া সেন গুপ্তা প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তুলেছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেন গুপ্তা বলেন,‘দিরাই-শাল্লার জনগণ তাঁদের নেতৃবৃন্দের মাধ্যমে বার্তা পাঠিয়ে ছিলেন- আমাকে দলীয় মনোনয়ন দিলে আমার স্বামী সুরঞ্জিত সেন গুপ্ত যে উন্নয়নমূখী-কল্যাণমুখী কাজগুলো করেছেন, সেগুলো সমাপ্ত করা সম্ভব হবে। এজন্যই জননেত্রী শেখ হাসিনা দিরাই-শাল্লাবাসীর দাবির প্রতি সম্মান দেখিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন। নির্বাচিত হলে আমি বেশি দিন সময় পাবো না। এর মধ্যেই আমি আমার স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার চেষ্টা করবো। আমার স্বামী যেমন দিরাই-শাল্লার মানুষের সুখে-দুঃখে দাঁড়িয়েছেন ঠিক তেমনি দাঁড়াবো আমিও। আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।’ তিনি অন্য প্রার্থী’র বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তুলে বলেন,‘এই সরকারের অধীনে কোন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। নির্বাচন কমিশন অবশ্যই এই দিকে দৃষ্টি দেবেন।’
স্বতন্ত্র প্রার্থী মো. ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু বলেন,‘দিরাই-শাল্লার নিপীড়িত-নির্যাতিত মানুষের পক্ষ থেকে আমি এসেছি। ৩৫ বছর প্রবাসে কাটিয়েছি। বাকী জীবন দিরাই-শাল্লাবাসীর সঙ্গে কাটাতে চাই। দিরাই-শাল্লাবাসী আমাকে নির্বাচিত করলে আমি অবহেলিত এলাকার উন্নয়ন আগে করবো। শিক্ষা-দীক্ষা নিয়ে কাজ করে এমন অনেক উন্নয়ন সংগঠন আছে, পিছিয়ে পড়া এলাকার শিক্ষার মানোন্নয়নের জন্য আমি তাদের সঙ্গে এবং বেকারদের কর্মসংস্থানের জন্য আমি বিভিন্ন শিল্প গ্রুপের সঙ্গে যোগাযোগ করবো।’
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, দিরাই-শাল্লা উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এসএম আজহারুল হক বলেন,‘দিরাই-শাল্লায় একটি গ্রহণযোগ্য নির্বাচন করার সকল উদ্যোগ আমাদের রয়েছে। কেউ টাকা ছড়াচ্ছেন এ ধরনের কোন অভিযোগ আমরা এখনো লিখিত পাইনি। মুখে মুখে শুনা যাচ্ছে এসব কথা। ওখানে যারা দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা আছেন তাঁদেরকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য বলে দেওয়া হবে।’

Exit mobile version