Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দুই চেয়ারম্যান প্রার্থীর আচরনবিধি লঙ্গনের পরস্পর বিরোধী অভিযোগ

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মধ্যে নির্বাচনী আচরনবিধি লঙ্গনের পরস্পরবিরোধী অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আরশ মিয়া সোমবার সর্মথকদের নিয়ে দাসনোয়াগাঁও গনসংযোগে যান। এসময় চিলাউড়া এলাকা থেকে কিছু মানুষ গনসংযোগে যোগ দেন। অভিযোগ উঠে আওয়ামীলীগ সমর্থিত এ চেয়ারম্যান প্রার্থীর লোকজন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠে বিদ্যালয়ের শিক্ষাথীদের বের করে নিয়ে স্কুলে সভা করার প্রস্তুতি নেয়। খবর পেয়ে এলাকার লোকজন অপর চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান হারুণ রাশীদের অনুসারীরা এতে বাধা দেয়। পরে উক্ত সভা পন্ড হয়ে যায়। চেয়ারম্যান প্রার্থী আরশ মিয়া অভিযোগ করেন, আমি গনসংযোগে গেলে আমার সাথে থাকা লোকজনকে অপর চেয়ারম্যান প্রার্থী আমার প্রতিদ্বন্ধী প্রার্থীর লোকেরা আমার সাথে থাকা লোকজনের সাথে অসৌজন্যমুলক আচরন করেন। পরে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
অপর চেয়ারম্যান প্রার্থী হারুণ রাশীদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, চেয়ারম্যান প্রার্থী আরশ মিয়া তার লোকজন নিয়ে স্কুলে মিটিং করতে গেলে এলাকাবাসী তাতে বাধা দেন। এতে তার মিটিং পন্ড হয় বলে শুনেছি।

Exit mobile version