Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

জগন্নাথপুর২৪ ডেস্ক:

:অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক ঘোষণায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রামাল্লার পূর্ব দিকে বুরকা গ্রামে এক বসতি স্থাপনকারীর গুলিতে কুসাই জামাল মাতান নামে ১৯ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে ইসরায়েলি সেনাদের গুলিতে আরেক ফিলিস্তিনি তরুণ নিহত হয়। এ বিষয়ে এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তুলকার্মে দখলদার বাহিনীর গুলিতে মাহমুদ আবু সান (১৮) নামে এক ফিলিস্তিনি নিহত হয়। তার শরীরে পাঁচটি গুলি বিদ্ধ হয়।

এ ঘটনা সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সেনা সদস্যরা টহল দেওয়ার সময় সন্দেহভাজন ব্যক্তিরা বোমার বিস্ফোরণ ঘটায় ও সৈন্যদের লক্ষ্য করে পাথর ছোড়ে। জবাবে ইসরায়েলের সেনা সদস্যরা গুলি ছোড়ে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার (ইসরায়েল) বাহিনীর সেনারা একেবারে কাছ থেকে আবু সানের মাথায় গুলি করে।

Exit mobile version