Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দুদকের ফাঁদে ঘুষের টাকাসহ ভূমি কর্মকর্তা আটক

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
কুমিল্লার নাঙ্গলকোটে ঘুষের টাকাসহ আবুল হোসেন নামে এক ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা জেলা কার্যালয়ের সদস্যরা। গতকাল বুধবার দুপুরে উপজেলার বাঙড্ডা ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
আটককৃত আবুল হোসেন ওই ইউনিয়নের ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তিনি জেলার চান্দিনা উপজেলার করোতলা গ্রামের মৃত.কাজী আলী আশ্রাফের ছেলে। আটবের পর গতকাল বিকেলে তাকে নাঙ্গলকোট থানায় নিয়ে যায় দুদকের সদস্যরা।

দুর্নীতি দমন কমিশন কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো.আবুল কালাম আজাদ জানান, ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর বুধবার দুপুরে দুদকের লোকজন বাঙড্ডা ইউনিয়ন ভূমি অফিসে অবস্থান নেন। এ সময় নছিউল হক নামের এক ব্যক্তিকে খতিয়ান করে দেওয়ার কথা বলে টাকা নেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল হোসেন। টাকা গ্রহনকালে দুদকের সদস্যরা ওই কর্মকর্তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ আইয়ুব কালের কন্ঠকে বলেন, ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুরুল হুদা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাকে জেলহাজতে পাঠানোর পক্রিয়া চলছে বলে জানান তিনি।

Exit mobile version