Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দুবাইয়ে ৭৯ তলা বিশিষ্ট ভবনে আগুন

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৭৯ তলা বিশিষ্ট টর্চ টাওয়ার নামে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুবাইয়ের মেরিনা এলাকায় অবস্থিত ভবনটিতে শুক্রবার প্রথম প্রহরে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দুবাই সিভিল ডিফেন্স সূত্র জানায়, আগুন লাগার পর দ্রুত ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হলো- এ বিষয়ে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বিভিন্ন সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, আগুনের শিখা ভবনজুড়ে ছড়িয়ে পড়েছে ও জ্বলতে থাকা ধ্বংসাবশেষ নিচে পড়ছে।

এর আগে ২০১৫ সালে টর্চ টাওয়ারে আগুন লাগলে ৫১ তলা থেকে ওপরের ২০টি তলা ক্ষতিগ্রস্ত হয়।

২০১১ সালে চালু হওয়া এ ভবনে ৬৭৬টি অ্যাপার্টমেন্ট রয়েছে। সূত্র: বিবিসি ও রয়টার্স।

Exit mobile version