Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দুযোর্গপূর্ণ আবহাওয়ায় হাওরে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দুযোর্গপূর্ণ আবহাওয়ায় নদী/হাওরে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য পর্যটকগণকে অনুরোধ জানিয়েছেন তাহিরপুর উপজেলা প্রশাসন।
শুক্রবার ইউএনও তাহিরপুর ফেসবুক পেজে এক জরুরী ঘোষণায় উল্লেখ করা হয়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও অতি বৃষ্টির ফলে তাহিরপুর উপজেলার প্রতিটি নদ—নদী, হাওর ও খাল—বিল কানায়—কানায় পানিতে পূর্ণ।
বর্তমানে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এবং এ সময় নদী ও হাওরের পানিতে প্রচুর ঢেউ হচ্ছে যা চলাচলকারি নৌকাগুলোর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। পাশাপাশি ব্যাপক বজ্রপাত সংঘটিত হচ্ছে। ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় নদী/হাওরে ভ্রমণ হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে পর্যটকগণকে অনুরোধ করা হলো।
এমনকি ভালো আবহাওয়ার ক্ষেত্রেও নদী/হাওরে ভ্রমণের সময় প্রত্যেক পর্যটককে সতর্কতা অবলম্বন করার জন্য এবং লাইফ জ্যাকেটসহ অন্যান্য নিরাপত্তমূলক ব্যবস্থাদি সাথে রাখার জন্য অনুরোধ করা হলো।
এছাড়াও পর্যটকবাহী প্রতিটি নৌকাকে সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

Exit mobile version