Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দূর্গাপুজায় সরকারি ছুটি বৃদ্ধির দাবিতে শাবিতে মানববন্ধন

সিলেট প্রতিনিধি::দূর্গাপুজার ছুটি বৃদ্ধির দাবি ও দেশব্যপী সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে শাহজালাল প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ^বিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি রানা প্রতাপের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক ড. নারায়ন সাহা, অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, ড. হিমাদ্রী শেখর রায় প্রমুখ।

সমাবেশে প্রতিমা ভাঙচুরসহ দেশব্যপী সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়া দূর্গাপুজায় সরকারী ছুিট বৃদ্ধি করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সমাবেশে ড. শরদিন্দু ভট্টাচার্য বলেন, দুর্গাপূজার ছুটি দশমীর পরে না বাড়িয়ে আগে বাড়ানো উচিৎ। তিনি বলেন, বর্তমান সরকার ধর্মনিরপেক্ষ, কিন্তু সরকারের যারা উপদেষ্টা তারা সরকারকে বিভিন্ন ক্ষেত্রে ভুল পরামর্শ দিয়ে যাচ্ছে। তিনি সংখ্যালঘুদের বিষয়ে যেকোন সিদ্ধান্ত গ্রহণের আগে সংখ্যালঘুদের প্রতিনিধিদের পরামর্শ নেয়ার জন্যে সরকারের প্রতি আহবান জানান।

ড. হিমাদ্রী শেখর রায় বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবার আগে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করার জোর পদক্ষেপ নিতে হবে । সংখ্যালঘুদের উপর যে কোন বিষয়েই হামলা একটি রাষ্ট্রের জনগণের কাম্য হতে পারে না ।

Exit mobile version