Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দূর্ভোগ পিছু ছাড়ছে না জগন্নাথপুর পৌরবাসীর

স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর পৌরবাসীর দূর্ভোগ পিছু ছাড়ছে না। দিন দিন নাগরিক দূর্ভোগ বাড়ছেই। শুক্র ও শনিবারের বৃষ্টিপাতে নগরবাসী পানিবন্ধ হয়ে পড়েন।
শনিবার পৌরশহরের বিভিন্ন স্থান সরজমিন ঘুরে দেখা যায়, শহরের প্রধান ব্যস্ততম এলাকা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের মোড় হতে পৌরপয়েন্ট পর্যন্ত বৃষ্টির পানি জগন্নাথপুর টিএনডি রোডটি ডুবে গেছে। ওই সড়কের পাশের ড্রেনটি অকেজো হয়ে পড়ায় পানি নিস্কাঃশন হচ্ছে না। এছাড়া বৃষ্টির পানিতে শহরের উপজেলা পরিষদ রোড, উত্তর ইকড়ছই এলাকা, থানা রোড, রানীগঞ্জ রোডসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা গেছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে জনসাধারন।

পৌর পয়েন্টস্থ এম,আর ষ্টোরের স্বত্তাধিকারী আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান মুজিব জানান, শহরের প্রান কেন্দ্রে বলে খ্যাত জগন্নাথপুর টিএনটি রোড। এ সড়কের পাশের ড্রেনটি কৃর্তপক্ষ ভরাট করে দেওয়ায় সামান্য বৃষ্টির পানিতে জলমগ্ন হয়ে পড়ে এলাকা। এছাড়া ওই সড়কে কোনো সংস্কার না হাওয়ায় সড়ক জুড়ে অসংখ্যা খানাখন্দ সৃষ্টি হয়েছে। যে কারনে নাগরিকরা অসহনীয় দূর্ভোগর শিকার হচ্ছে। এ থেকে করে পরিত্রান মিলবে কোন জানে না।

এদিকে পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের দুই পাশে শতাধিক ব্যবসায়ী পানিবন্ধ হয়ে পড়েন। ব্যবসায়ীদের অভিযোগ পানি নিস্কাঃশনের কোন ব্যবস্থা না থাকায় এলাকায় সামান্য বৃষ্টিতে বন্যার রূপ নেয়। ওই সড়কের ব্যবসায়ী নুরুল হক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, সকাল থেকে বৃষ্টির পানিতে সড়কটি ডুবে গিয়ে আমার দোকানে পানি ডুকে গেছে। দীর্ঘদিন ধরেই এলাকায় এ রকম অবস্থা বিরাজ করছে বলে তিনি জানান।

আরেক ব্যবসায়ী নুরুজ্জামান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, সড়কের পাশের ড্রেনটি ময়লা আবর্জনায় ভরে যাওয়ায় বৃষ্টির পানি আটকে যায়। কৃর্তপক্ষকে একাধিকবার বিষয়টি জানানো হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহন করেননি।

জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান নাগরিক দূর্ভোগ কমানে আমরা চেষ্ঠা করছি।

Exit mobile version