Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি

জগন্নাথপুর২৪ ডেস্ক:: গতকালের আবহাওয়ার পূর্বাভাসেই শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। তার একদিন না যেতেই দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। রাজশাহী ও নাটোরে এবং সকালে সিলেট ও হবিগঞ্জসহ কয়েকটি জেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে, যার তাণ্ডবে অসংখ্য কৃষকেরই ফসল নষ্ট হয়েছে।

নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলায় ব্যাপক ঝড়সহ শিলাবৃষ্টি হয়েছে। ভোর সাড়ে ৫টার দিকে এ শিলাবৃষ্টি হয়। প্রায় ১০ মিনিট স্থায়ী এ শিলাবৃষ্টিতে ঘরবাড়ির টিনের চালাসহ ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

শিলাবৃষ্টিতে ভুট্টা, পেয়াজ, রসুন, গম, ধানসহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা কীভাবে এ ক্ষতি কাটিয়ে উঠবেন তা ভেবে পাচ্ছেন না।

শিলাবৃষ্টির আঘাতে রাজশাহীর গোদাগাড়ী, তানোর, পবা, পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলায় আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ থেকে প্রচুর পরিমাণে মুকুল ঝরে পড়েছে। এ ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয় বলে জানিয়েছেন আম চাষীরা।

Exit mobile version