Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দেশে করোনায় মৃত্যু পাঁচ হাজার ছুঁই ছুঁই

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দেশে করোনায় মোট মৃত্যু পাঁচ হাজার ছুঁই ছুঁই। গতকাল শনিবার সকাল পর্যন্ত মোট মৃত্যুসংখ্যা চার হাজার ৯১৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত এক হাজার ৫৬৭ ও সুস্থ হয়েছে দুই হাজার ৫১ জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হিসাবে শনাক্ত হলো তিন লাখ ৪৭ হাজার ৩৭২ জন। তাদের মধ্যে মারা গেছে চার হাজার ৯১৩ জন।

মোট সুস্থ হয়েছে দুই লাখ ৫৪ হাজার ৩৮৬ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.৯০ ও মোট শনাক্ত ১৯.২০ শতাংশ এবং সুস্থতার হার ৭৩.২৩ ও মৃত্যুহার ১.৪১ শতাংশ।

মৃত ৩২ জনের মধ্যে পুরুষ ২৫ ও নারী সাতজন। তাঁদের মধ্যে ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের আটজন ও ষাটোর্ধ্ব ১৭ জন। বিভাগওয়ারি তাঁদের মধ্যে ঢাকার ২২ জন; চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও রংপুরের একজন; খুলনার দুজন ও ময়মনসিংহের চারজন।

সৌজন্যে কালের কণ্ঠ

Exit mobile version