Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দেশে ফিরেছেন ড. একে আবদুল মোমেন

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ৬ বছর দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছেন জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন। দেশে ফেরার পথে তিনি ফ্লাইটে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে একঘন্টা যাত্রাবিরতি করেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে লন্ডন থেকে একটি ফ্লাইটে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে যাত্রাবিরতি শেষে দুপুর সাড়ে ১২টায় ঢাকা উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন। বিমানবন্দরে স্থানীয় আওয়ামী লীগ নেতা, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ড. মোমেন। তিনি সিলেটের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন। এসময় সাথে ছিলেন স্ত্রী সেলিনা মোমেন। সিলেটের কৃতি সন্তান ড. মোমেন শিগগিরই সিলেটে ফিরবেন বলে জানা গেছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা কমিটির সদস্য এসএম নুনু মিয়া, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক আলম খান মুক্তি, অ্যাডভোকেট আফসর আহমদ, বেসরকারি সংস্থা সীমান্তিকের সেক্রেটারি শামীম আহমদ, যুবলীগ নেতা কিশোর ভট্টাচার্য্য জনি, সেলিম আহমদ সেলিম, ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম, ফয়সল আজাদ, আজিজ আহমদ প্রমুখ।বাসস

Exit mobile version