Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি প্রতিক্রিয়াশীল গোষ্টি দেশকে অস্থিতিশীল করতে চায়- মুক্তাদীর আহমদ

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেছেন, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক খেলা অতীতে সফল হয়নি। ভবিষ্যতেও সফল হবে না। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি প্রতিক্রিয়াশীল গোষ্টি ধর্মীয় উন্মাদনা সৃষ্ঠি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়। সচেতন সকলকে অন্ধ আবেগে বিভ্রান্ত না হয়ে প্রকৃত ধর্মীয় চেতনা লালন করতে হবে। রাষ্ট্রধর্ম নিয়ে গুজব ছড়িয়ে ধর্মপ্রাণ মুসলমানদের সহানুভূতি আদায়ের অপকৌশলের নিন্দা জানিয়ে তিনি বলেন, সত্য মিথ্যা যাছাই না করে হীন স্বার্থে প্রচারনা জনমনে বিভ্রান্ত সৃষ্টি করে। তিনি রবিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামে আলোর দিশারী ফ্রেন্ডস ক্লাব আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাজসেবী আব্দুল মান্নানের সভাপতিত্বে ও ছাত্রনেতা সাইদুর রহমান সোহাগের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য সাব্বির আহমদ। সভা শেষে ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে তিনি আল আমীণ ফাউন্ডেশনের কায়ালয়ে সংগঠনের নেতাকমীদের সাথে মতবিনিময় করেন।

Exit mobile version