Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দোয়ারাবাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার টেংরাবাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, শুক্রবার রাতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. আব্দুর রহিমের সমর্থকরা লাঞ্ছিত করে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবুর কাপপিরিছ’এর ৩ সমর্থককে। শনিবার দুপুরে স্থানীয় গণ্যমান্যরা মিমাংসার উদ্যোগ নেন। মিমাংসা বৈঠকেই কথা কাটাকাটির এক পর্যায়ে নৌকা প্রতীকের সমর্থক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ ও কাপপিরিছ এর সমর্থক আব্দুল মতিনের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহতদের মধ্যে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন (৪৫), তাজুল ইসলাম (৩৮) ও তৌহিদুল (৩৭) কে প্রথমে দোয়ারাবাজার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদের বাবা মিজানুর রহমানকে (৭০) প্রথমে দোয়ারাবাজারে পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন বললেন, ‘পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেন নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Exit mobile version