Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে আহত-৫০

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টায় ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে। গ্রামের আছির আলীর পুত্র সোহেল মিয়া (১২) গরু নিয়ে মাঠে যাবার পথে লিয়াকত আলীর ভাগনা মইনুল (১২) তার গরুর রশিতে পা দেয়। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে লিয়াকত আলীর চাচতো ভাই মরম আলী (৫০), ঘটনাস্থলে এসে সোহেলকে মারধর করে। এই বিষয়কে কেন্দ্র করে সোহেলের পরিবারের লোকজন উত্তেজিত হয়। এসময় দুই গ্রুপের মধ্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘন্টাব্যাপী সংঘর্র্ষ হয়।
সংঘর্ষে আহতরা হলেন ছোয়াব আলী (২০), আপ্তাব উদ্দীন (২৭), আইনুল হক(২০), সেলিম হোসেন (১৭), ফারুক মিয়া (৪০), আব্দুল হামিদ (১৯), রুস্তম আলী (২০), রুবেল মিয়া (১৯), আনছার আলী (২২), আলাল (৩৭), ছালিম (২০), গোলজার হোসেন (২৮), শাহ আলম (২০), মনির উদ্দীন (১৬), সুজন মিয়া (১৯), জাহাঙ্গীর (১৮), মিছির আলী (২৮), হাবিবুর রহমান (৩৫), ফারুক মিয়া (৪০), কামরুল ইসলাম (৩৮), আইনুল হক (২১), খোয়াজ আলী (৩৫), মরম আলী (৪৮), মতিউর রহমান (৫৫), লিয়াকত আলী (৪০), নুর আলী (৫০), নিজাম (২৬), সুজন (৩৫), তবিছ আলী (৩৫), বিল্লাল (৫০), আলী (৫০), লায়েক (২৮), সালমান (২৬) প্রমুখ।
খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনারস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন, ‘দুই বাচ্চার মারামারিকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Exit mobile version