Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দোয়ারাবাজারের সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে বিস্তর অভিযোগ

সুনামগঞ্জ সংবাদদাতা::

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সুবিধাভোগী ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে প্রতি কিস্তির টাকা উত্তোলনের সময় প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাস কর্তৃক গ্রামের দালালীপনায় অভ্যস্থ ২ যুবকের মাধ্যমে ঘুষ গ্রহন করে কার্ড প্রদান,ম্যানেজিং কমিটি কর্তৃক বিদ্যালয় উন্নয়ন খাতের অর্থ আত্মসাৎ এবং নতুন কমিটি গঠনের দাবীতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২২ আগস্ট জেলা প্রশাসকের কাছে গ্রামের ৭১ জন অভিভাবক লিখিত অভিযোগটি দায়ের করেছেন। অভিযোগটির তদন্তের জন্য উপজেলা উপবৃত্তি মনিটরিং অফিসার আবু রায়হানকে দায়িত্ব দেয়া হলেও গত ৩ মাস যাবৎ তিনি সরজমিন তদন্ত করা থেকে রহস্যজনক কারনে বিরত রয়েছেন। অভিযোগে প্রকাশ, সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি চালু হওয়ার পর থেকে প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাস ও তার স্ত্রী শেলী রানী দাস প্রত্যেক কিস্তির টাকা উত্তোলনের সময় কার্ড প্রতি ২০ টাকা হতে ৪০ টাকা হারে উৎকোচ নিয়ে সুবিধাভোগীদের হাতে কার্ড তুলে দেন। আর বলে দেন টাকা উত্তোলনের সময় অফিসাররা কোন কিছু জিজ্ঞাসা করলে টাকা নেয়ার বিষয়টি না বলার জন্য। ২০১৬ ইং সনের মে মাসে নতুন ছবি তোলার কথা বলে সকল কার্ডধারী শিক্ষার্থীদের অভিভাবকদের ঢেকে নিয়ে বলা হয় একই গ্রামের যুবক হেলাল ও কামালের মাধ্যমে মোবাইলে ছবি তোলা হবে। এবং কার্ডপ্রতি ১শত টাকা করে ফি দিতে হবে। এভাবে প্রায় ২৫ হাজার টাকা হাতিয়ে নেয় ঐ দুই যুবক। গত ২৫/৭/২০১৬ইং ম্যানেজিং কমিটির সভাপতির বাড়ি থেকে কার্ড আনার জন্য সকল অভিভাবকরা গেলে আরো ৫টাকা হারে দিয়ে কার্ড সংগ্রহ করতে হয় অভিভাবকদের। নিরুপায় হয়ে কোন কোন কার্ডধারী ছাত্র ছাত্রীদের অভিভাবকরা ১০০ থেকে ১৫০ টাকা ফি দিয়ে কার্ড গ্রহন করেন। এলাকার অভিভাবকরা বিষয়টি নব নির্বাচিত চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদকে অবগত করেছেন। ২৭/৭/২০১৬ইং তারিখে উপবৃত্তি বিতরনকালে সরকারী অফিসারের কাছে মৌখিকভাবে এবং উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়েছে। প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাস ও তার স্ত্রী শেলী রানী দাস কোন কোন কার্ডধারীদের সাথে স্বজনপ্রীতি ও দুর্নীতির আশ্রয় গ্রহন করেছেন। প্রতিদিন বিদ্যালয়ে তাদের জন্য মাথাপিছু ৪টি করে মোট ৮টি তেলেভাজা রুটি ডিম ভাজি শিক্ষার্থীদের পক্ষ থেকে রুটিন মোতাবেক প্রদান করতে হয়। বিগত ২০১৫ইং সালের পিএসসি পরীক্ষায় ঐ বিদ্যালয়ের ২২ জন পরীক্ষার্থীদের মধ্যে ২২ জনই ফেল করেছে। বিদ্যালয় পরিচালনা কমিটি শুরু থেকেই দুর্নীতিতে অভ্যস্থ হয়ে উন্নয়ন তহবিলের টাকা লুঠেপুটে নিচ্ছে। ঘুষ গ্রহন করে ম্যানেজিং কমিটি এক পরিবারের স্বামী-স্ত্রী ও ভাগ্নিসহ ৩ জনকে শিক্ষক নিয়োগ দিয়েছে। নিয়োগপ্রাপ্তরা প্রত্যেকে ২০ হাজার টাকা দিয়ে নিয়োগ হাতিয়ে নিয়েছেন। জানা যায়,১৯৯৮ ইং সনে এলাকাবাসীর সক্রিয় উদ্যোগে বিদ্যালয়টি স্থাপিত হয়। ২০১৩ইং সনে এটি জাতীয়করন হয়। শুরু থেকে এখন পর্যন্ত এই কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন গ্রামের মুরুব্বী মছদ্দর আলী। অভিযোগকারীদের অভিযোগ খাতাপত্রে মছদ্দর আলী সভাপতি থাকলেও সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন তার ছেলে মহবুব আহমদ অপু। এছাড়াও দাতা সদস্য আইয়্যুব আলী,অভিভাবক সদস্য জমির আলী,রমজান আলী,মনোয়ারা বেগম,খাতুন বিবি ও মহবুব আহমদ অপুগং একই পরিবারের লোক বলে জানান অভিযোগকারীরা। আরো জানা যায়,সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী সামসুল হুদার দেয়া ২ হাজার টাকা,শাহজাহান সাবের দেয়া ৫ হাজার টাকা,মেম্বার পদপ্রার্থী কাছম আলীর দেয়া ২ হাজার টাকা,শরীফপুরের সামসুল আলমের দেয়া ২ হাজার টাকা,মহিলা সদস্য পদপ্রার্থী রহিমা বেগম এর দেয়া ১ হাজার টাকা,শাহেদা বেগম এর দেয়া ১ হাজার টাকা,হোসনে আরা বেগমের দেয়া ৫শত টাকাসহ মোট ১৩ হাজার ৫ শত টাকা,সাবেক এমপি কলিম উদ্দিন মিলন হতে প্রাপ্ত ৫০ হাজার টাকা,এডিসি নুরুল ইসলাম হতে প্রাপ্ত ২০ হাজার টাকা,পুলিশ কর্মকর্তা মনির উদ্দিন প্রদত্ত ১ হাজার টাকা,চেয়ারম্যান আমিরুল হক প্রদত্ত ৩০ হাজার টাকা,এমপি মুহিবুর রহমান মানিক প্রদত্ত ২টন চাল,স্কুলের টয়লেট তৈরীর সরকারী বরাদ্ধ ৭৫ হাজার টাকা,স্টিলের বেঞ্চ ডেক্স তৈরীর জন্য সরকারী বরাদ্ধ ৫০ হাজার টাকা,নাইকো কোম্পানী প্রদত্ত ১০ হাজার টাকা ও মাটি ভরাটের জন্য গ্রামবাসীর দেয়া ২০ হাজার টাকার কোন হিসেব নেই প্রধান শিক্ষকের কাছে। কেয়ার বাংলাদেশ কর্তৃক স্কুলের মাট ভরাটের জন্য দেয়া ২ লাখ টাকার কাজেও তার আশ্রয়ে অনিয়ম হয়েছে। শুরু থেকে স্থানীয় হরিনাপাটি গ্রামের সরাফত আলীর পুত্র মাসুক আহমদ প্রধান শিক্ষক হতে ১০ হাজার টাকা,আব্দুল কাদিরের কন্যা শেফালী বেগম ৫ হাজার টাকা,শাহানারা বেগম কর্তৃক প্রদত্ত ৭ হাজার টাকা,টেংরা গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী ফয়জুন নাহার প্রদত্ত ১০ হাজার টাকা,মনোহরপুরের শেরজান কর্তৃক প্রদত্ত ২০ হাজার টাকা,পুটিপশী গ্রামের কাছা দাসের কন্যা জয়ারানী দাস প্রদত্ত ৫ হাজার টাকা,আলীপুর গ্রামের আমির উদ্দিনের কন্যা আলেয়া বেগম প্রদত্ত ১৫ হাজার টাকা,হরেকৃষ্ণ দাসের নিজের দেয়া ২০ হাজার টাকা,শেলী রানী দাস প্রদত্ত ২০ হাজার টাকাসহ এ পর্যন্ত ১০ জন শিক্ষককে নিয়োগ দেয়ার নামে ম্যানেজিং কমিটি মোট ১ লক্ষ ৩২ হাজার টাকা নিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ এলজিএসপির বরাদ্ধ প্রতি বছর ৮০ হাজার টাকা হিসেবে ৪ লক্ষ টাকা,ত্রাণ ও পূণর্বাসন শাখার মাধ্যমে স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্ধ প্রতি বছর ২টন হিসেবে ৫ বছরে ১০ টন চাল মূল্য ২ লক্ষ টাকা,শিক্ষা অফিসের মাধ্যমে দেয়া শ্লিপের প্রতি বছর ২০ হাজার টাকা হিসেবে ৫ বছরে ১ লক্ষ টাকা,২০১৬ সালে বেঞ্চ তৈরীর জন্য বরাদ্ধ ৪০ হাজার টাকা,২০১৪ সালে ৫ হাজার টাকা,শিক্ষা অফিসের মাধ্যমে মেরামত বাবত ২০১৪ সালে ৫ হাজার টাকা ম্যানেজিং কমিটি আত্মসাৎ করেছে। এছাড়া প্রতি বৎসর প্রথম শ্রেণিতে ৩০/৪০ জন ছাত্রছাত্রীর ভর্তি বাবত প্রত্যেকের কাছ থেকে ৩০ টাকা হারে ৩ থেকে ৪ হাজার টাকা,প্রতি বৎসর নতুন বই বিতরন বাবত ছাত্রছাত্রীদের কাছ থেকে ১০ টাকা হারে ২ হাজার টাকা,পুরাতন বই খাতা বিক্রয় অনুমান ৬/৭ মন কেজি প্রতি ১৫টাকা করে ৩ হাজার ৬ শত টাকা,প্রশংসাপত্র প্রদান বাবত ২ হাজার টাকা,বিভিন্ন রেটে পরীক্ষার ফি গ্রহন,স্কূল ব্যাগ ও ড্রেস বিতরন বাবত টাকা গ্রহন,টয়লেট তৈরী বাবত বর্ধিত টাকা নেয়া,বিদ্যালয় চলাকালীন সময়ে প্রাইভেট পড়িয়ে ফি নেয়া সহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেন প্রধান শিক্ষক। বিদ্যালয়ের একমাত্র মুসলিম শিক্ষিকা হাসেনা মমতাজকে বঞ্চিত করে ২০১৪-১৬ সালে টেবলাই স্কুলে গণিত ইংরেজীসহ বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণে এবং একই সময়ে শ্লিপের প্রশিক্ষনে অংশ নিয়ে স্বামী-স্ত্রী ও ভাগ্নি কর্তৃক একতরফাভাবে সরকারী আর্থিক সুবিধাদি গ্রহন করার অভিযোগও রয়েছে প্রধান শিক্ষক ও তার স্ত্রী সহকারী শিক্ষক শেলী রানীর বিরুদ্ধে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাস বলেন,এই বিদ্যালয়ে কখনও সরকারী কোন বরাদ্ধ আসেনি। অভিযোগকারীরা আমাকে হয়রানী ও বিদ্যালয়কে ক্ষতিগ্রস্থ করার অসদুদ্দেশ্যে অভিযোগটি দায়ের করেছে। তিনি বিদ্যালয়ের ব্যাংক হিসাবে বর্তমানে কোন টাকা নেই বলেও জানান। মহবুব আহমদ অপু বলেন, যেহেতু বিদ্যালয়ের শিক্ষকরা এখন পর্যন্ত কোন সরকারী বেতন ভাতা পাননা সেহেতু তাদের প্রয়োজন পূরনের জন্য অভিভাবকদের কাছ থেকে কমিটির সর্বসম্মত সিদ্বান্ত নিয়ে যেকোন ধরনের ফি নেয়া হয়। বিদ্যালয়ের তহবিল গঠনের জন্য অনেক শিক্ষক সিকিউরিটি মানি দিয়ে চাকুরী নিয়েছেন। কিন্তু জাতীয়করন না হওয়ায় অনেকে কর্মস্থল ছেড়ে চলে গেছেন। আমাকে সাবেক মেম্বার হিসেবে কমিটিতে রাখা হয়েছে। প্রতিষ্ঠাতা হিসেবে আমার বাবাই কমিটির সভাপতি রয়েছেন এবং আছেন। আমাদের গ্রাম্য প্রতিপক্ষরা বিদ্যালয়টিকে ক্ষতিগ্রস্থ করার অসদুদ্দেশ্যে হয়রানীমূলক অভিযোগ করেছে। অভিযোগকারী আবুল কালাম আজাদ ও আব্দুল শহীদ বলেন, আমরা সুনির্দিষ্টভাবে প্রধান শিক্ষক ও কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেছি। তদন্ত হলে আমরা প্রত্যেকটি অভিযোগ প্রমান করে দেবো। তাই তদন্ত হলে তাদের থলের বেড়াল বেড়িয়ে যেতে পারে এই আশঙ্কায় তারা অভিযোগের তদন্ত বন্ধ করে রেখেছেন। কিন্তু আমরা প্রয়োজনে আদালতে যাবো তারপরও দুর্নীীতবাজদের সাথে কোন ধরনের আপোস করবোনা। মনিটরিং অফিসার আবু রায়হান বলেন,জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক,ম্যানেজিং কমিটি ছাড়াও তহবিল তছরুপের অভিযোগটি আমাকে তদন্তের জন্য দেয়া হয়েছে। আমি অবশ্যই সরজমিন তদন্তে যাবো। আরো জানা যায়,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে একই অভিযোগ করেছেন অভিযোগকারীরা। কিন্তু কোন অভিযোগেরই এখন পর্যন্ত তদন্ত হয়নি।

Exit mobile version