Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আধিপত্য বিস্তারের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও ২০জন আহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার নরসিংহপুর ইউনিয়নের সানিয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন (৩৫) উপজেলার নরসিংপুর ইউনিয়নের সানিয়া গ্রামের মৃত আব্দুল গণির পুত্র। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সানিয়া গ্রামের জায়ফর আলী ও আব্দুল মতিনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আব্দুল মতিন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো ২০জন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
গুরুতর আহতরা হল আবুল (৩৫), জায়েদ (১৮), আং রাজ্জাক (৩০), আব্দুল করিম (৪৫), আং লতিফ (৪০), আব্দুল কাদির (৩৭), নুরুন নেছা (৪০), হালিমা বেগম (৩৫), জায়ফর আলী (৬৫)। সংঘর্ষের সময় দু’পক্ষকে সামলাতে গিয়ে আহত হন নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু, লাস্তবেরগাঁও গ্রামের আব্দুর রহমান (৫০)। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
দোয়ারাবাজর থানার ওসি এনামুল হক জানান, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

Exit mobile version