Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দোয়ারাবাজারে পুলিশ কনস্টেবল গ্রেফতার

দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজারে রুমা আক্তার (২০) নামে এক তরুণীর আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে দোয়ারাবাজার থানার পুলিশ।
গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজুল হকের মেয়ে রুমা আক্তার নিজ বাড়িতে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। এ ঘটনায় মেয়ের পরিবার একই উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম ও তাঁর পরিবারে ৬ জনকে আসামি করে দোয়ারাবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। দোয়ারাবাজার থানা পুলিশ শুক্রবার জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।
মেয়ের পরিবারের অভিযোগ, রুমাকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেম করে মেলামেশা করে আসছিলেন জাহাঙ্গীর আলম। পরবর্তী সময়ে রুমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান জাহাঙ্গীর। এ ব্যাপারে রুমা আক্তার প্রতিকার চেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে এলাকায় একাধিক সালিশ বৈঠকের পর পুনরায় জাহাঙ্গীর তাকে বিয়ের করার আশ্বাস দিলে পুলিশ কর্তৃপক্ষের নিকট দায়েরকৃত অভিযোগ তুলে নেয় রুমা। তারপরেও জাহাঙ্গীর এবং তার পরিবার বিয়েতে নানা টালবাহানা করায় রুমা আক্তার অবশেষে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।
তবে পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলমের পরিবারের দাবি, রুমা আক্তারের আত্মহত্যার ঘটনায় জাহাঙ্গীর ও তাঁর পরিবারের লোকজনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় জড়িয়ে ফাঁসানো হয়েছে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন, মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার প্রাথমিক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। রুমা আক্তারের আত্মহত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Exit mobile version