Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দ্বিতীয় দফা গণভোটের দাবিতে অনলাইনে ইইউর পক্ষের ১০ লাখ পিটিশন

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:গণভোটে ইইউ থেকে বের হয়ে আসার পক্ষে ব্রিটেনের ৫২% মানুষের ভোট প্রদানের ফল বের হবার পর এটিকে প্রত্যাখ্যান করে দ্বিতীয় দফা গণভোটের দাবিতে অনলাইনে ১০ লাখ পিটিশন জমা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে থাকতে চাওয়া ব্রিটিশরা।

এই পিটিশন নির্বাচন কমিশন অনুমোদন করলেই তা পার্লামেন্টে উত্থাপিত করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ জুন) ব্রিটেন ইইউ তে থাকবে কিনা জানতে চেয়ে ব্রিটেন জুড়ে হ্যাঁ/না ভোট হয়। পরদিন শুক্রবার প্রকাশিত ফলাফলে দেখা যায় ইইউ ছাড়ার পক্ষে ৫২% ও থাকতে চেয়ে ৪৮% ভোট পড়ে। ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার খবরে বিশ পুঁজিপাবাজারে অস্থিরতা দেখা দেয়। ৩০ বছরের ইতিহাসে
পাউন্ডের দাম সবচেয়ে কমে যায়। পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

Exit mobile version