Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

‘দ্য ব্যালড অব আয়েশা’ লেখে প্রশংসায় ভাসছেন আনিসুল হক

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: নন্দিত কথাসাহিত্যিক আনিসুল হকের নতুন উপন্যাস ‘দ্য ব্যালড অব আয়েশা’। সম্প্রতি এটি হার্পার কলিন্স থেকে প্রকাশিত হয়েছে। বইটির জন্য ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বরেণ্য এই কথাসাহিত্যিক। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই উপন্যাসটি নিয়ে লেখকের প্রসংশা চোখে পড়ার মতো।

এম.এল গণি নামে এক লেখক এই উপন্যাসটি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘১৯৭৭ সালের ২ অক্টোবর ঘটে যাওয়া সামরিক অভ্যুত্থানের রাতে বিমানবাহিনীর সদস্য জয়নাল ঘুমিয়েছিল স্ত্রী আয়েশার পাশে। পরদিন সকালে কাজে গেলো জয়নাল, কিন্তু ফিরে এলো না নিত্যদিনের মতো। শুরু হলো এক বাঙালি নারীর উজান জলে ভাসা; স্বামীর অন্বেষণ।’

দু’দুটো দুগ্ধপোষ্য সন্তান নিয়ে আয়েশা যাবে কোথায়? ২০ টি বছর কিভাবে কেটেছে তার? আজ প্রায় দুদশক পর খবরের কাগজে ছাপা হচ্ছে সেই সব দিনের কাহিনী, বিমান সেনাদের ফাঁসিতে ঝোলানোর বিবরণ। তবে কি আজ কোনো খবর পাওয়া যাবে নিখোঁজ স্বামীর! আয়েশা আবার ফিরে এসেছে ঢাকায়। সে কি খুঁজে পেলো তার হারিয়ে যাওয়া স্বামীকে?’

‘নন্দিত কথাসাহিত্যিক আনিসুল হক তাঁর নতুন উপন্যাস The Ballad of Ayesha-তে শ্বাসরুদ্ধকর এসব প্রশ্নমালার জবাব অনুসন্ধানের প্রচেষ্টা চালিয়েছেন শৈল্পিক চেতনা দিয়ে। নিচের লিংকে পাবেন তাঁর এ অসাধারণ উপন্যাসের ইংরেজি ভার্সন:

প্রখ্যাত লেখক মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘তখন আমি অনেক ছোট। ভীরু। কিন্তু ভেতরে ভেতরে জেদি। তখন আমি ছবি বানানোর তীব্র রোমান্টিকতা নিয়ে গেছিলাম রংপুর। দীর্ঘ এবং প্রসারিত রংপুর। আর হাতে ছিলো আয়েশামঙ্গলের স্ক্রিপ্ট।
খুব ভালো লাগলো দেখে যে আয়েশামঙ্গল ইংরেজী ভাষায় অনুদিত হয়ে বের হয়েছে, হার্পার কলিন্স থেকে।

‘এই সরল উপন্যাসটার কি জানি একটা জোর আছে। অনুপস্থিতিই এই উপন্যাসের মুল নায়ক হিসাবে উপস্থিত। অনুপস্থিতির মধ্যে এক হাহাকার আছে যার সৌন্দর্য অসীম। সামনে কখনো আবার বানাতেও পারি এইটা।’

Exit mobile version