Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দ. সুনাগঞ্জের প্রাথমিক শিক্ষা- ৯৭টি’র মধ্যে ৬৯ টিতে নেই প্রধান শিক্ষক

কাজী জমিরুল ইসলাম মমতাজ, দ. সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। তাই অধিকাংশ বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৯৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তন্মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩৮ জন প্রধান শিক্ষক। অর্থাৎ ৬৯টি প্রাথমিক বিদ্যালয়ের একটিতে প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক সব মিলিয়ে উপজেলায় ১৩৮টি পদ এখনও শূন্য রয়েছে। ফলে উপজেলার প্রাইমারি স্কুলগুলো পরিপূর্ণভাবে শিক্ষা দান করতে পারছে না। অভিভাবক ও উপজেলার সচেতন মহল শিক্ষার এই প্রারম্ভিক স্তরের দুরবস্থাকে দেখছেন গোড়ায় গলদ হিসেবে।
জানা যায়, ভারপ্রাপ্ত শিক্ষকরা ব্যস্ত থাকেন দাপ্তরিক কর্মকান্ড নিয়ে। এতে নিজের জন্যে বরাদ্দকৃত শ্রেণিতেও পাঠদান করতে পারছেন না তারা। শুধুমাত্র প্রধান শিক্ষকের অভাবে বিষয়ভিত্তিক পড়াশোনাতেও পিছিয়ে পড়ছে কোমলমতি শিশুরা। যার নেতিবাচক প্রভাব পড়বে আগামী পরীক্ষাগুলোতে। এছাড়াও উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে নৌকায় যেতে হয়। ফলে হাওর এলাকায় শিক্ষকরা চাকুরীতে যোগদান করেই বদলীর অপেক্ষায় থাকেন।
জানা যায়, উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুনামগঞ্জ শহরে থাকেন। শহরাঞ্চলের শিক্ষকরা নিয়োগ পেয়ে গ্রামে শিক্ষকতা করতে চান না। যে কারণে গ্রামের শিক্ষার্থীরা সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান জানান, শিশুদের শিক্ষার প্রথম স্তম্ভ হলো প্রাথমিক শিক্ষা। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ নেই। শিক্ষক সংকট থাকা সত্বেও বিদ্যালয়ে পাঠ দান চলছে। তবে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। শীঘ্র্রই শিক্ষক সংকট সমাধান হবে।’

Exit mobile version