Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দ.সুনামগঞ্জের হাওরে কৃষকের মৃত্যু

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে বজ্রপাতের সময় মো. জালু মিয়া (৫২) নামের প্রবীণ কৃষক স্ট্রোক করে মারা গেছেন বলে জানা গেছে। জালু মিয়া উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ডিগারকান্দি গ্রামের মৃত আবদুল মনাফের ছেলে। বুধবার সকাল ১১টায় ডিগারকান্দি গ্রাম
সংলগ্ন কাঁচিভাঙ্গা (চুড়াবান্দা) হাওরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে ধান কাটার উদ্দেশে কাঁচিভাঙ্গা (চুড়াবান্দা) হাওরে নিজের জমিতে ধান কাটতে যান জালু মিয়া। এ সময় আরো দুই তিনজন লোক তার সাথে ছিলেন। ধান কাটার সময় প্রচন্ড ঝড় শুরু হলে সহকর্মীসহ বাড়িতে আসার পথে জমির পাশেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পেছনে তাকে দেখতে না পেয়ে সহকর্মীরা তাকে জমির পাশে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক তাকে স্থানীয় কৈতক ৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুপুর ২টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য ইয়াহিয়া আহমদ সুমন বলেন, ‘আমরা প্রথমে জেনেছিলাম এটা বজ্রপাতের ঘটনা। পরে জানতে পেরেছি তিনি স্ট্রোক করে মারা গেছেন।’
দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই সৈয়দ আবদুল মান্নান বলেন,‘স্থানীয়দের সাথে আলাপ করেছি। তারা জানিয়েছেন এটা বজ্রপাতের ঘটনা নয়। তিনি পুষ্টিহীনতায় ভোগছিলো। হাওর থেকে ধান কেটে আসার পথে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।’

Exit mobile version